Last Updated on 5th February 2018

মাশরাফির আগুন ঝরানো বোলিং

Mashrafe Mortazaঢাকা প্রিমিয়ার লিগে এবার আবাহনীর হয়ে খেলছেন মাশরাফি বিন মুর্তজা । মাশরাফি এবারের প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিনটা যেন নিজের করে নিলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আবাহনীর দলনায়ক আগুন ঝরানো বোলিংয়ে একাই পোড়ালেন খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। মাশরাফির দারুণ বোলিংয়ের দিনে খেলাঘর অলআউট হয়েছে ১৫৪ রানেই।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই মাশরাফির বোলিং-তোপে পড়ে খেলাঘর। ৪১ রানেই পড়ে যায় ৩ উইকেট। তিনটিই নিয়েছেন মাশরাফি। তাঁর বলে ফেরেন রবিউল ইসলাম. সাদিকুর রহমান সাদী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। শুরুতে রবিউল উইকেটের পেছনে এনামুল হকের হাতে ধরা পড়েন। সাদী-নাফিসও ফেরেন ক্যাচ হয়ে। তাঁদের ক্যাচ নিয়েছেন যথাক্রমে তাসকিন আহমেদ ও সাকলাইন সজীব।

See also  চ্যানেল আই ‘লাক্স সুপার স্টারে’র নবম আসর শুরু হল

জবাব দিতে নেমে মাশরাফির দল বিনা উইকেটে সংগ্রহ করেছে ৮৬ রান। সহজ জয়ের পথে হাঁটতে থাকা আবাহনীর ৪৫ ওভারে আরো প্রয়োজন ৬৯ রান।