Last Updated on 16th February 2018

বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা

শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু হয়েছে। প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও বাংলাদেশ দলের বোলারদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচের আগে দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথম ম্যাচে ডাক পাওয়া সবাই আছেন। ইনজুরি থেকেই পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচের একাদশেও রাখা হয়নি সাকিব আল হাসানকে।

এর আগে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হেরে যায় বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হয়েছে হার দিয়ে। তবে সিলেটে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা আনতে চান মাহমুদউল্লাহ বাহিনী।

See also  See who is the most expensive footballer in the world

দেখা যাক আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে নেমে বাংলাদেশ দল কি করে।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান।