সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান দেখুন
রাশিয়া বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ১মাস হয়েছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বিশ্বকাপের মাসখানেক পরে র্যাংকিং প্রকাশ করেছে । যেখানে ১৬ বছর পর শীর্ষে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। এর আগে সবশেষ ২০০২ সালে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ফরাসিরা। দ্বিতীয় শিরোপা জিতে নতুন র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে গেলো এই দলটি। ব্রাজিলের ২ নম্বর স্থানটা দখল করেছে র্যাংকিংয়ের তিনে থাকা বেলজিয়াম। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও ১ ধাপ নেমেছে ব্রাজিল, রয়েছে ৩ নম্বরে।রাশিয়া বিশ্বকাপের রানারআপ দল ক্রোয়েশিয়া লাফ দিয়েছে ১৬ ধাপ, উঠে এসেছে ৪ নম্বরে। নয় ধাপ এগিয়ে ৫ নম্বরে রয়েছে উরুগুয়ে। বিশ্বকাপে চতুর্থ হওয়া ইংল্যান্ডের উন্নতি ঘটেছে ৯ ধাপ, অবস্থান ৬ষ্ঠ।
পয়েন্টের হিসেবে সর্বোচ্চ ১৫০ ধাপ এগিয়েছে ফ্রান্স (১৭২৬)। আর র্যাংকিং হিসেবে ২১ ধাপ এগিয়েছে বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া (৪৯)। পয়েন্টের হিসেবে ৭৭ পয়েন্ট খুইয়েছে মিশর (১৩৫৫)। তারা সর্বোচ্চ ২০ র্যাংকিংয়েও পিছিয়েছে (৬৫)।এদিকে ৯০৪ পয়েন্টে থাকা বাংলাদেশ আগের ১৯৪ র্যাংকিংয়েই অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো ৯৬স্থানে রয়েছে ভারত।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশ দেশ
১. ফ্রান্স – ১৭২৬ পয়েন্ট
২. বেলজিয়াম – ১৭২৩ পয়েন্ট
৩. ব্রাজিল – ১৬৫৭ পয়েন্ট
৪. ক্রোয়েশিয়া – ১৬৪৩ পয়েন্ট
৫. উরুগুয়ে – ১৬২৭ পয়েন্ট
৬. ইংল্যান্ড – ১৬১৫ পয়েন্ট
৭. পর্তুগাল – ১৫৯৯ পয়েন্ট
৮. সুইজারল্যান্ড – ১৫৯৭ পয়েন্ট
৯. স্পেন – ১৫৮০ পয়েন্ট
১০. ডেনমার্ক – ১৫৮০ পয়েন্ট