Last Updated on 18th August 2018

Brazil National Team

আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামবে ফুটবল বিশ্বের বড় দলগুলো। এরই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ১১ সেপ্টেম্বর এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশ নেইমারের ব্রাজিল। ব্রাজিলিয়ান কোচ তিতে এ জন্য বেশ কয়েকজন নতুন মুখকে ডেকেছেন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে। তারকা খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুস, ফার্নান্দিনহো, মার্সেলো, মিরান্ডা, এডারসন, পাওলিনহো, ফার্নান্দিনহোর মতো বেশ কয়েকজন অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছেন ব্রাজিলের কোচ। আবার সুযোগ পেয়েছেন পাকুইটা, পেদ্রো, ফিলিপে ও এভারটনের মতো তরূনরাও। তবে ব্যক্তিগত কারণে নাম সরিয়ে নিয়েছেন গোলরক্ষক এডারসন। তবে নেইমার, কৌতিনহো, এলিসন, থিয়াগো সিলভারা আছেন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে।
গত মৌসুমে ধারে ভ্যালেন্সিয়ায় খেলেছিলেন পেরেইরা। এ বছর তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির আস্থা অর্জনের পাশাপাশি তিতের দলে জায়গা পেলেন পেরেইরা। পাশাপাশি ব্রাজিল স্কোয়াডে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক তারকা ফ্রেড।

See also  রক্তাক্ত হয়েও দুর্ধর্ষ নেইমার, বড় জয় পেল পিএসজি

এছাড়া প্রথমবারের মতো ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন লুকাস পাকেইতা, পেড্রো, এভারটন এবং ফিলিপে। তারা খেলছেন ফ্লেমিঙ্গো, ফ্লুমিনেসসো, জার্মিও ও পর্তো ক্লাবে। মূলত তরুণদের জায়গা করে দিতেই সিনিয়রদের বিশ্রামে রেখেছেন কোচ। নিউ জার্সিতে আগামী ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল। ওয়াসিংটনে এল সালভাদরের বিপক্ষে তাদের ম্যাচ ১১ সেপ্টেম্বর। বছরের শেষ দিকে একাধিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০১৯ জুনের আগে কোনো ম্যাচ নেই তাদের। আগামী বছর কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দল

গোলরক্ষক: এলিসন, হুগো, নেতো
ডিফেন্ডার: ফাগনার, ফাবিনহো, অ্যালেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, থিয়াগো সিলভা, দেদে, মারকিনহোস, ফেলিপ
মিডফিল্ডার: কাসেমিরো, আর্থার, ফ্রেড, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকেইতা, ফেলিপে কুতিনহো, রেনাতো আগুস্তো, ডগলাস কস্তা, উইলিয়ান, এভারটন
আক্রমণ: নেইমার, পেদ্রো, ফিরমিনো