Last Updated on 19th August 2018

Kylian Mbappe-neymar

গেল মৌসুমে নেইমার-এমবাপ্পের জুটিতে ভর করে ঘরোয়া ট্রেবল জিতেছিল পিএসজি। এবার যেন সেখান থেকেই শুরু করলেন তারা। নেইমার-কিলিয়ান এমবাপ্পেতে দুরন্ত জয় পেয়েছেন দ্য পারিসিয়ানরা। রোববার রাতে লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের জোড়া গোলের সঙ্গে নেইমারের একটি মিলিয়ে গুইনবাম্পকে ৩-১ ব্যবধানে হারিয়েছে থমাস টাকেলের শিষ্যরা। রোববার রাতে অবশ্য শুরুটা মোটেও ভালো হয়নি পিএসজির। ২০ মিনিটেই গোল হজম করে বসে প্যারিসের দলটি। মার্কোস কোকোর কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে চোখের পলকে সেটা জালে জড়িয়ে দেন তিনি (১-০)।বিরতির আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার দুইবারের চেষ্টা প্রতিহত করে দেন গুইনগাম্প গোলরক্ষক। বিরতির পর ৫১ মিনিটে নেইমারকে বক্সের মধ্যে ফেলে দেন জর্ডান ইকুকু, পেনাল্টি পায় পিএসজি। দলকে সমতায় ফেরাতে ভুল করেননি অবশ্য ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার (১-১)।

See also  মাশরাফির পরশে সম্পূর্ণ বদলে গেল বাংলাদেশ দল!

ম্যাচের ৮২ মিনিটে ডান পায়ের জোড়ালো শটে দারুণ এক গোল করেন বদলি হিসেবে খেলতে নামা কিলিয়ান এমবাপে (২-১)। নির্ধারিত সময় শেষ হবার ঠিক আগমূহুর্তে (৯০ মিনিটে) আরও একটি গোল পেয়ে যান ফরাসি ফরোয়ার্ড (৩-১)। এই গোলটি অবশ্য আসে নেইমারের পাস থেকে।এমবাপ্পে তাই নিজেকে নয়, নেইমারকে নিয়েই কথা বলতে আগ্রহী। এখনো ব্রাজিলিয়ান তারকার পর্যায়ে যেতে পারেননি বলে দাবি করছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড, ‘নেইমার একজন সুপারস্টার। আমার চেয়ে অনেক বড় ফুটবলার। আমি এখনো সে পর্যায়ে যাইনি। বার্সেলোনাতে বেশ কয়েক বছর পরিশ্রম করে এটা প্রমাণ করেছে। আমাদের স্কোয়াডে আরও বেশ কয়েকজন আছে যারা এমন মহাতারকা।’