Last Updated on 17th August 2018

Neymar at Real Madridসত্যিইকি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার আর এ গুঞ্জন বহুদিনের এবং তা দিনদিন বাড়ছেই। কিন্তু যাচ্ছি যাচ্ছি করেও যাওয়া হয়নি নেইমারে রিয়াল মাদ্রিদে এবং শেষ অবধি থেকে গেছেন পিএসজিতেই। কিন্তু সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বলছে আসছে গ্রীষ্মেই লস ব্লাঙ্কোদের ডেরায় ভিড়ছেন তিনি। শোনা যায়, তাকে ভেড়াতে দেনদরবার চালাচ্ছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ই নেইমারকে পেতেই যে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিদায় করেছে রিয়াল- এমন কথাও তো খোদ রিয়ালভক্তদের মুখেই শোনা গেছে। গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। এর পর থেকেই তার স্পেনে ফেরার গুঞ্জন ছড়ায়। কিন্তু বার্সা বলছে, নেইমারের আশা ছাড়েনি রিয়াল।

See also  নেইমার এ কি করলেন-সেরা অভিনেতারাও অবাক হবেন!

শোনা যাচ্ছে, মৌসুমের মাঝামাঝি দল বদলের সময়, অর্থাৎ আসছে গ্রীষ্মেই রিয়ালে পাড়ি জমাবেন এই ব্রাজিলিয়ান সেনশেসন। খবরটি জানা গেছে, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখ থেকেই। চলতি মৌসুমের শেষেই তাকে দলে টানছে গ্যালাকটিকোরা। আগামী মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে নেইমারকে দেখা অবাক হবে না সবাই! যদিও পিএসজি কিংবা নেইমারের ব্যক্তিগত তরফ থেকে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।