Last Updated on 9th August 2018

ব্রাজিলের সাবেক তারকা রিভালদোর আশা নেইমার একদিন রিয়ালে খেলবেনই

নেইমার একদিন রিয়ালে খেলবেনই, বললেন রিভালদো

বার্সেলোনার সাবেক তারকা রিভাল্দো তার সহকর্মী নেইমারের রিয়াল মাদ্রিদে যোগদান প্রসঙ্গে ভবিষ্যতের কথা বলছেন এবং তিনি মনে করেন যে এটা কি ঘটতে যাচ্ছে তা খুব স্পষ্টই । ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রিভালদো বিশ্বাস করেন নেইমার একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ার শেষ করবে। এখন না হলেও নেইমার একদিন রিয়ালে খেলবেন বলেই মনে করেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।

নেইমারকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও আনা যায়নি রিয়াল মাদ্রিদে। কারণ হিসেবে বলা হয়, লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন থেকেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও এই টাকার কারণেই আবার তিনি ছেড়েছেন ন্যু ক্যাম্প! নেইমার যতই ‘টাকার জন্য নয়’ বলে নিজেকে আড়াল করার চেষ্টা করুন না কেন, ২২২ মিলিয়ন ইউরোর ‘প্রাইজ ট্যাগ’ একটু হলেও অন্য ইঙ্গিত দেয়। নেইমারের বার্সেলোনা ছেড়ে যাওয়ার খবরে সবচেয়ে খুশি হয়েছিল সম্ভবত রিয়াল মাদ্রিদ। প্রথমত, অনেক চেষ্টা করেও সান্তোস থেকে ব্রাজিলিয়ান তারকাকে আনতে পারেনি তারা, এর ওপর আবার যোগ দেয় তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী দলে। ট্রান্সফার ফি-র বিশ্ব রেকর্ড গড়ে তাঁকে কিনেছিল ফরাসি ক্লাবটি। সাবেক ব্রাজিলিয়ান স্টার রিভাল্দো পিএসজি তারকা নেইমার সম্পর্কে বলেন “এই মুহূর্তে নেইমার পিএসজিতে থাকবেন, তবে আমি যে মন্তব্য করেছি তা থেকে আমি বিশ্বাস করি যে, শীঘ্রই বা পরে, তিনি রিয়াল মাদ্রিদের জন্য খেলতে পারেন,” । রিভাল্দো নিশ্চিত যে নেইমার যে রিয়াল মাদ্রিদ যোগদান করবেন এবং এই স্থানান্তর ইতিমধ্যেই এই গ্রীষ্মর জন্য বাতিল করা হয়েছে সত্ত্বেও। এদিকে রিয়ালও যে চলতি দলবদলের বাজারে আর নেইমারের পিছু ছুটবে না তা আগেই নিশ্চিত করেছে। অর্থাৎ আগামী মৌসুমে অন্তত নেইমার পিএসজিতেই থাকছেন।

See also  মেসি বিহীন গুয়েতামালা এবং কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল