Last Updated on 25th July 2018

পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে সরিয়ে আগামী এশিয়া কাপের ভেন্যু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ্নএবং টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচীও প্রকাশ হয়েছে। টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া ‘স্টার স্পোর্টস’ প্রকাশ করেছে এই পূর্ণাঙ্গ সূচি। আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখ দুবাইতে পর্দা উঠবে এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের। ১৩ দিনব্যাপী এই ক্রিকেট যজ্ঞের পর্দা নামবে ২৮ শে সেপ্টেম্বর। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবারের আসরটি এশিয়া কাপের ১৪তম আয়োজন। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি অংশ নেবে বাছাইপর্ব উৎনারো আরও একটি দল। এশিয়া মহাদেশের সহযোগি দেশগুলোর মধ্যে বাছাই পেরিয়ে সেরা এক দল যোগ দেবে মূল আসরে। বাছাই খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান। এদের মধ্যে থেকে একটি দল খেলবে গ্রুপ ‘এ’তে। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ছয় দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল নিয়ে হবে ‘সুপার ফোর’। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখানের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ। ১৫ তারিখে শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২০ তারিখ পর্যন্ত। পরে ২১ তারিখ থেকে শুরু হবে ‘সুপার ফোর’ এর ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর তারিখে। এশিয়া কাপের প্রথম ১২টি আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় ১৩তম আসর হয় টি-টোয়েন্টি ফরম্যাটের। এক আসর পর টুর্নামেন্ট ফিরে যাচ্ছে আবার ওয়ানডে ফরম্যাটে।

See also  নেইমার-এমবাপের অসাধারণ নৈপূণ্যে পিএসজির দুরন্ত জয়

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচিঃ

  • ১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা – দুবাই
  • ১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই
  • ১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান – আবু ধাবি
  • ১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই
  • ১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান – দুবাই
  • ২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি

সুপার ফোর পর্বের ম্যাচগুলোর সময়সূচীঃ

  • ২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ
  • ২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ
  • ২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ‘ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ
  • ২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ বিজয়ী
  • ২৫ সেপ্টম্বর– গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ
  • ২৬ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ